Md Abdullah
SSC 2025 A
আমি এডমিশনের শুরু থেকেই উদ্ভাসে নিয়মিত ক্লাস করতাম। কোনো টপিকে ঘাটতি থাকলে উদ্ভাসের ম্যারাথন ক্লাস দেখে সলভ করে নিতাম। আর ঢাবি ‘ক’ ভর্তি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তাই ঐ সমাধানগুলো হাতে করার প্র্যাকটিস করতাম। এছাড়া উদ্ভাসের প্রশ্নব্যাংক, উইকলি এক্সাম ও মডেল টেস্টগুলোর মাধ্যমে আমি ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও টাইম ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আমার মতে, ভর্তি পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখতে কলেজের শুরু থেকেই প্রস্তুতি নেওয়া এবং বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করা প্রয়োজন।